হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "মান লা ইয়াহজারাহুল-ফাকিহ" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম রেজা (আ:) বলেছেন:
إِنَّمَا جُعِلَ يَوْمُ الْفِطْرِ الْعِيدَ لِيَكُونَ لِلْمُسْلِمِينَ مُجْتَمَعاً يَجْتَمِعُونَ فِيهِ وَ يَبْرُزُونَ لِلَّهِ عَزَّ وَجَلَّ فَيُمَجِّدُونَهُ عَلَى مَا من علیهم
ফিতরের দিনটিকে ঈদ হিসাবে ঘোষণা করা হয়েছে যাতে এই দিনে মুসলমানদের একত্রিত হওয়ার দিন হিসাবে বিবেচিত হয় এবং তারা সেই দিন মরুভূমিতে (উন্মুক্ত মাঠে) জড়ো হোক এবং তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করে আল্লাহর প্রশংসা ও সম্মান করুক।
(মান লা ইয়াহজারাহুল-ফাকিহ ১/৫২২)